ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় পাচারের সময় সয়াবিন জব্দ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ১৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে পাচারের সময় আড়াই হাজার লিটার সয়াবিন জব্দ করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে এসব সয়াবিন জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযানে যায় কোস্টগার্ড। এসময় ট্রলারে পাচারের সময় ১৩ ড্রাম ভর্তি প্রায় দুই হাজার ৫০০ লিটার সয়াবিন জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি