ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ২৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আওয়ামী লীগ এবং বিএনপি একই সময়ে একই স্থানে বিক্ষোভ সমাবেশ আহবান করায় এই আদেশ জারি করা হয়।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌরসভা, পাঙ্গাসী ইউনিয়ন, চান্দাইকোনা ইউনিয়নসহ রায়গঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ করা হয়েছে সভা, সমাবেশ, র‌্যালি, শোভাযাত্রা, মানববন্ধন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যিবধির ১৮৯৮’র ১৪৫ ধারা মোতাবেক এই আদেশ জারি করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল। 

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় সকল প্রকার গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল, র‍্যালী, শোভাযাত্রা করা যাবে না।

বলা হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারী মামলাসহ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি