ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রাঙ্গাবালী সদরের দোকানপাট বন্ধ ঘোষণা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ২৫ আগস্ট ২০২২

বাহেরচর বাজারের চিত্র

বাহেরচর বাজারের চিত্র

Ekushey Television Ltd.

পটুয়াখালীর রাঙ্গাবালী সদর উপজেলার প্রাণকেন্দ্র বাহেরচর বাজারের দোকানপাট একদিন বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজন দেখিয়ে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঔষধ ও খাবারের দোকান ব্যতীত সকল দোকানপাট না খোলার ঘোষণা দেওয়া হয়।

বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বুধবার রাতে মাইকিং করে এ ঘোষণা দেওয়া  হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এদিন সকাল থেকে দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, আজ তাদের অনেকেই জেলা শহর পটুয়াখালীতে অবস্থান করবেন। 

কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাহেরচর বাজারের খাস জমিতে দীর্ঘদিনের নির্মিত দোকানপাট উচ্ছেদের একটি প্রক্রিয়া চলছে। এসব দোকানপাট উচ্ছেদ করা হলে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত এবং নিঃস্ব হয়ে যাবেন। 

তাই মানবিক দিক বিবেচনা ও বৈধ উপায়ে খাস জমিতে থাকার ব্যবস্থা গ্রহণের জন্য তারা জেলা প্রশাসনকে এ বিষয়টি অবহিত করবেন। একারণেই দোকানপাট বন্ধ রেখে তারা পটুয়াখালী গিয়েছেন। 

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বাহেরচর বাজারের খাস জমিতে নির্মিত ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি