ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমের জালে ফেলে বিয়ে, অর্থ হাতিয়ে সটকে পড়া সেই নারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ২৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

যুবকদের প্রেমের জালে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও চিত্র ধারণের পর ব্লাকমেইল করে বিয়ে। এরপর মামলা ও নানা ভয় দেখিয়ে যুবকদের কাছ থেকে মোহরানা আদায়ের নামে টাকা হাতিয়ে নিতেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার নারী প্রতারক রত্না খাতুন। তাকে আটক করেছে থানা পুলিশ। 

শনিবার রাতে উপজেলার কয়ড়া ইউনিয়নের রসড়াতলা গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত রত্নার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত এনামুল হক জানান, দীর্ঘদিন ধরে নারী প্রতারক চক্রের মূলহোতা রত্না খাতুন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছেন। এমন অভিযোগে তাকে আটক করে রোববার দুপুরে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি