ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পাওনা টাকার জন্য শিকলে বেঁধে যুবককে নির্যাতন, আটক ৩

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ০৯:০৩, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় মিঠু মোল্লা (৩৩) নামের এক যুবককে শিকল বেঁধে ৩ দিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনা সঙ্গে জ‌ড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপু‌রে পাংশা থানা পু‌লিশ ওই যুবক‌কে উদ্ধার ও জড়িতদের আটক করে। 

নির্যা‌তিত যুবক পাবনা জেলার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।

জানা‌ গে‌ছে, ওই যুবক পাংশার পৌর এলাকার শহীদ শেখসহ বেশ কয়েকজনের কাছ থে‌কে জ‌মিজমা সংক্রান্ত বিষ‌য়ে প্রায় ৪ মাস আগে টাকা নেয়। ওই টাকা না পে‌য়ে গত শনিবার পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর ঘাট থেকে মিঠু‌কে ধরে এনে পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখে পৌরসভার ৫নং ওয়া‌র্ডের শহীদ শেখ ও তার ছেলেরা।

উদ্ধারকৃত মিঠু মোল্লা বলেন, জ‌মিজমা সংক্রান্ত বিষয়ে তি‌নি প্রায় ৪ মাস আগে তাদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেন। সেই টাকা দি‌তে না পারায় হাবাসপুর ঘাট থে‌কে ধ‌রে এনে পায়ে শিকল পরি‌য়ে বেঁ‌ধে রখেছি‌ল তারা।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, পাওনা টাকা না‌ পে‌য়ে মিঠু নামের এক যুব‌ককে পায়ে শিকল পরিয়ে পৌর এলাকার শহীদ শেখের বাড়িতে আট‌কে রাখা হ‌য়ে‌ছে। এমন খবর পেয়ে দুপুরে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে শিকল
প‌রি‌হিত যুবক‌কে উদ্ধার ও ঘটনার সা‌থে জ‌রিত ৩ জন‌কে আটক করে‌ছে। 

তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। ত‌বে ভিকটিম যেহেতু টাকা পয়সা আত্মসাত করেছেন। সেহেতু ভিকটিমের বিরুদ্ধে তারা চাইলে মামলা করতে পারবেন বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি