ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

কুয়াকাটা পৌর মেয়রকে প্রাণনাশের হুমকির অভিযোগ

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৯, ৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইউএনও’র সামনে কুয়াকাটায় পৌর মেয়র ও তার লোকজনের ওপর হামলা চেষ্টা ও প্রাণনাশে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ ঘটনায় কুয়াকাটা পৌর যুবলীগ নেতা রফিক ফরাজীকে দায়ি করা হয়েছে। 

সোমবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর মেয়রের ভাতিজা আবুবক্কর হাওলাদার।

তিনি জানান, ওএমএস’র চাল বিতরণে অনিয়ম তদন্তে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হলে সেখানে পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার এবং তার পরিবারের সদস্যদের হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেয় রফিক বাহিনী। 

শুক্রবার রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার তুলাতলীর এ ঘটনায় সাবেক পৌর মেয়র আঃ বারেক মোল্লা ও তার ভাই লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার ইন্দন ছিল বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। 

পরে ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। 

এ ঘটনায় সাবেক পৌর মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা বলেন, “উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এখানে প্রাণনাশের হমকির ঘটনা বা কাউকে হেনস্তা করা হয়নি।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি