ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জয়পুরহাটে ৩ লাখ টাকার জাল নোটসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০, ৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটের আক্কেলপুর থেকে ৩ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। 

মঙ্গলবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার ঠেঙ্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার আলতাফনগর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০), বোড়াই গ্রামের আফজাল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৫)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের উপঅধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, কেনাকাটার মধ্যে বাজারে জাল টাকা ছড়িয়ে দিতে একটি চক্র জেলা ও পাশের বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করা হয়। 

আটককৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি