ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল, হচ্ছে বৃষ্টিপাত

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। 

নদ-নদীর পানির উচ্চতা সমান্য বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে চাপ বেড়েছে বাতাসের। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। 
শনিবার রাত থেকে উপকূলীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। 

উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি