ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

রাশিয়া থেকে মোংলা বন্দরে এলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০৪, ১১ সেপ্টেম্বর ২০২২

এবার রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান নানা ধরণের ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি ইসানিয়া। রাশিয়ার নবরাশিশ বন্দর থেকে এ পণ্য নিয়ে ছেড়ে আসা জাহাজটি রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট'র কনভেয়ার লজিস্টিক লিঃ এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মোঃ শিবলী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ১৭ আগস্ট রাশিয়ার থেকে ছেড়ে আসে এ জাহাজটি। এরপর ২৪ দিনের মাথায় জাহাজটি রবিবার সকালে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে ২৭৪ প্যাকেজের ৯৮৭ মেট্টিক টন ওজনের ইলেকট্রিক্যাল মালামাল রয়েছে। জাহাজ থেকে এ পণ্য বিকেল ৪টা থেকে খালাসের কাজ শুরু করা হবে। খালাসের সাথে সাথেই এ পণ্য সড়ক পথে রূপপুর নেয়া হবে। ইসানিয়া জাহাজটির শিপিং এজেন্ট হলো কনভেয়ার শিপিং লাইন, আর পণ্য খালাস করে তা রুপপুর পৌঁছে দেয়ার কাজে রয়েছেন কনভেয়ার শিপিং লাইন'র অপর প্রতিষ্ঠান কনভেয়ার লজিস্টিক লিঃ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মাঝখানে সাময়িক রূপপুরের মালামাল আসা বন্ধ ছিল। কিন্তু আবারও রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল আসতে শুরু করেছে মোংলা বন্দরে। তারই ধারাবাহিকতায় রাশিয়া থেকে রূপপুরের চতুর্থ চালানের মালামাল নিয়ে এম,ভি ইসানিয়া রবিবার সকালে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আগে গত ১লা আগস্ট এম ভি কামিল্লা, ৫ আগস্ট এম ভি ড্রাগনবল ও ৬ সেপ্টেম্বর এম ভি ইউনিউইসডম রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে। 

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি