ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

১৮ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ শীর্ষ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২’র।

উদ্ধারকৃত আলামতসহ তাকে বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (নও মুসলিম) (৩০) ব্রাক্ষণবাড়িয়ার কসবার কৃষ্ণপুর গ্রামের মৃত বিজয় ঘোষের ছেলে।

র‌্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অভিযান চালায় র‌্যাব। তখন ঢাকা হতে দিনাজপুরগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে জানিয়েছেন রাজিব ঘোষ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি