ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ২২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে রাতে মামলার আসামি করা হয় তাদের। এছাড়া রাতে পিয়ন সুজনকে আটক করে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। 

এই মামলায় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদিকে এজাহার নামি আসামি অফিস সহকারী আবু হানিফ এখনও পলাতাক রয়েছেন।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, “প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃতদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।”

তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি