ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রিকশাচালক ফারুক হত্যায় ২ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:২২, ২৯ সেপ্টেম্বর ২০২২

জয়পুরহাটে রিকশা চালক ফারুক হোসেন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মামলার আরেক ধারায় উভয়কে ৫ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার হিচমী পশ্চিমপাড়া এলাকার আ. বারীকের ছেলে মো. জুয়েল ও সিরাজ উদ্দীনের ছেলে মাহমুদুল। তারা জামিনে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৯ জুন দুপুরে সদর উপজেলার মাগনীপাড়ার জালাল উদ্দীনের ছেলে রিকশা চালক ফারুক হোসেন প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরে ১ জুলাই সকালে নিহতের বাবা লোকমুখে জানতে পারেন, সদর উপজেলার কড়ই কাদিপুর সড়কের পাশ থেকে তার ছেলের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

অন্যদিকে, ফারুক হোসেনের রিকশাসহ জুয়েল ও মাহমুদুলকে আটক করে আদালতে সোপর্দ করে আক্কেলপুর থানা পুলিশ।

এ ঘটনায় সেইদিনই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা জালাল উদ্দীন। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামিদ্বয়কে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি