ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

নিখোঁজ জেলের মরদেহ মিললো কারেন্ট জালে

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০০, ২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জেলে মো. কামাল জমাদ্দারের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

নিখোঁজের ১১ ঘন্টা পর শনিবার দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫শ’ গজ দূরে তার এ মরদেহটি পাওয়া যায়। স্থানীয় এক জেলের কারেন্ট জালে তার মরদেহটি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৩টার দিকে জেলার সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের বাকের মৃধা মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে নিহত কামাল ও ইউছুফ ঘুমিয়ে পড়েছিলেন। এসময় একটি যাত্রীবাহী লঞ্চ তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে নৌকাসহ তারা দু’জন নদীতে ডুবে যান।

ঘটনার পর অন্য জেলেরা ইউছুফকে আহত অবস্থায় উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন কামাল হোসেন।

তাকে উদ্ধারে ভোলা ফায়ার সার্ভিস, ইলিশা নৌ-পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়েছিল। দুপুর ২টার দিকে  কোস্টগার্ড কামালের মরদেহ উদ্ধার করে।

ইলিশা নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পায়নি তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি