ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ডাকাতের কবলে পড়ে প্রাণ হারালেন যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১২, ৫ অক্টোবর ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেলালবাজার-আড়গাড়াহাট সড়কে ডাকাতের কবলে পড়ে জুয়েল আলী (৩০) নামে কৃষকের প্রাণহানী ঘটেছে। এসময়ে দৌড়ে পালিয়ে কোনো রকমে প্রাণ রক্ষা করেন আরেক কৃষক।

বুধবার সকালে কুইচাগাঁড়া এলাকায় এই নিহত ঘটনা ঘটে।

নিহত কৃষক জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধূমানীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জুয়েল আলী (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোমস্তাপুর থানার পরিদর্শক (ওসি) আলমাস সরকার জানান, আজ বুধবার সকালে জুয়েল আলী ও তার সহযোগী সাদ্দাম হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নাচোল উপজেলার গোলাবাড়ি পেয়ারা বাগানে যাবার সময় কুইচাগাঁড়ায় ডাকাতের কবলে পড়েন। ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা সাদ্দাম নিরাপদ দূরত্বে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন।

পরে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহম্মেদ চৌধুরী জানান, শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা ও গোমস্তাপুর উপজেলার শুরু এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল আলী নামে এক যুবকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

গোমস্তাপুর থানার পরিদর্শক আলমাস সরকার জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি