ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, দুই জেলে আটক

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬, ৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে হাসেম ফরাজী (৪০) ও হাসান (৩৮) নামের দুই জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটার গঙ্গামতী চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২১ শ’ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটকৃতদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আখতার মোর্শেদ জানান, মা-ইলিশ রক্ষার অভিযানে প্রথম দিনে তাদের মাছ শিকাররত অবস্থায় আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি