ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

২২ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ১৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৪৬ বোতল স্কাফ সিরাপ ও ২টি অটোরিক্সাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী থেকে এসব মাদক উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা গ্রামের মাদক কারবারি  মোঃ এরশাদুল হক (৩২)র বাড়ির  আঙ্গিনায় রাখা অটোরিক্সায় পা রাখার নীচের জায়গায় বিশেষ কায়দায় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা  লুকিয়ে রাখে। পরে অটোরিক্সাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপরদিকে, সোমবার (১৭ অক্টোবর) সকালে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর কলেজ মোড় হতে খড়িবাড়িগামী দক্ষিণ ধর্মপুরের আজিজুল ইসলামের পুকুর পাড়ের পাকা রাস্তার উপর হতে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪৬ বোতল স্কাপ এবং  মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে ও  নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত রয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি