ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

গলায় ফাঁস দিয়ে শিক্ষা কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ১৮ অক্টোবর ২০২২

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ফেরদৌসী নামে এক গৃহবধূ। তিনি ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা শহরের হাটিরপাড় এলাকায় নিজ বাসার দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানায় সদর থানা পুলিশ। তবে কি কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, তা জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিহত ফেরদৌসীর এক সন্তান স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের জানায়। স্থানীয়রা মিস্ত্রি এনে দরজার লক ভেঙ্গে ফেরদৌসীকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি