ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২, ২০ অক্টোবর ২০২২

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতিকে শিক্ষিত করতে আগামী দিনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহবান জানান তরুণ এই সংসদ সদস্য।

বুধবার সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সদর উপজেলা বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ তন্ময় বলেন, “একসময় শিক্ষার্থীরা টাকা দিয়ে বই কিনত, এখন তারা বই যেমন ফ্রী পায়, তেমনি পড়াশুনা করলে সরকারের পক্ষ থেকে টাকাও পায়। এজন্য দেশে শিক্ষার হার বেড়েছে।” 

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের চলমান অগ্রযাত্রা ঠিক রাখতে আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাফিজ আখতার, জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল  ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী, প্রধান শিক্ষক ফোরামের সভাপতি ফারহানা আক্তার প্রমুখ। 

সমাবেশে বাগেরহাট জেলা ও উপজেলার পর্যায়ের সহস্রাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি