ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

চুরি করতে গিয়ে আটকে পরে চোর, ৯৯৯ কলে চান সহায়তা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩১, ২০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

দোকানে চুরি করতে গিয়ে আটকে পরেন, নিজেকে উদ্ধার করতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে চান সহায়তা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার সংলগ্ন এলাকায়। গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন খাঁ (৪১) ঝালকাঠির নলছিটি উপজেলার ছিলারিশ গ্রামের বাসিন্দা। 

বুধবার বিকালে তাকে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, মো. ইয়াছিন খাঁ একজন চোর। দীর্ঘদিন ধরে সে এ কাজ করছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও অভিযোগ রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি