ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নিখোঁজের ৬ মাস পর মুন্নাকে উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৪, ২২ অক্টোবর ২০২২

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ মুন্না হাওলাদারকে ৬ মাস পরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ৯নং ওয়ার্ডের রাঢ়ী বাড়ির বাদী মোসাঃ হাসিনা বেগমের ছেলে মুন্নাকে চলতি বছরের ১০ মে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মারধর করে শিকলে বেধে মারধর করা হয়। 

এ ঘটনা তখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়।  

ঘটনার রাতে মুন্নাকে ঘরে আটকে রাখা হয়। গভীর রাতে ওই বাড়ি থেকে পালিয়ে নারায়ণগঞ্জ চলে যায় মুন্না।

মুন্নাকে না পেয়ে সে সময় মুন্নার মা বাদী হয়ে মোঃ হযরত আলী, তানিয়া বেগমসহ ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই মামলায় তখন ৩ জন আসামিকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর মুন্নাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে গলাচিপা থানা পুলিশ উদ্ধার করে এবং ২০ অক্টোবর গলাচিপা থানা হেফাজতে নিয়ে আসে। ২১ অক্টোবর সকালে মুন্নাকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছি। মুন্না গলাচিপা থানার হেফাজতে ছিল।  ২১ তারিখ আদালতের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি