ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পটুয়াখালীতে ট্রলার ডুবে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ২৫ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীতে ইটবোঝাই ট্রলার ডুবে নুর ইসলাম মোল্লা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে লোহালিয়া নদীর প্রত্যাপপুর খেয়াঘাটে এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

এর আগে ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর)  রাত নয়টার দিকে লোহালিয়া নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হয় নুর ইসলাম। 

নুরইসলাম পটুয়াখালী সদর উপজেলার লোহালীয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের বশির মোল্লার ছেলে। 

পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হাওলাদার বলেন, ওই ট্রলারটি পটুয়াখালী থেকে ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিল। প্রত্যাপপুর এলাকায় পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। পরে প্রত্যাপপুর খেয়া ঘাটে ট্রলারটি নোঙ্গর করেন তারা। রাত নয়টার দিকে ঢেউয়ের তোরে ট্রলারটি ডুবে যায়। 

এসময় ট্রলারে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় নুর ইসলাম।  

সকালে ফায়ার সার্ভিসের লোক গিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে সকালে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। পরে সকাল ১০টার দিকে লোহালিয়া নদীর প্রত্যাপপুর এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি