ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোরেলগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩২, ৩১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মেহেদী হাসান (২৪)। সোমবার বেলা ৩টার দিকে মোরেলগঞ্জ বিশারীঘাটা গ্রাম থেকে গ্রেফতার করে।

বিশারীঘাটা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে মেহেদী হাসান। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায়, ও রংপুর ডিএমপি থানায় ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ৩/৪দিন পূর্বে ইয়াবার একটি বড় চালান মোরেলগঞ্জে আসে। বিশারীঘাটা গ্রামের মেহেদী হাসান আজ ওই চালানের ইয়াবা অপর একটি পার্টির নিকট হাত বদলের অপেক্ষায় থাকাকালে ওসির নেতৃত্বে অভিযানে থাকা পুলিশের দুটি দল মেহেদীকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। তার নিকট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি