ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নোয়াখালীতে প্রাথমিকের শূন্য পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ২৪ নভেম্বর ২০২২

প্রাথমিকের বর্তমান শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ সহ ৭দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে প্রাথমিকে চুড়ান্ত নিয়োগের ফলপ্রত্যাশীগণ। পরে দ্রুত নিয়োগের দাবিতে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করেন তারা।

প্রাথমিক চুড়ান্ত নিয়োগের ফলপ্রত্যাশী কমিটির আহ্বায়ক আসিফ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফলপ্রত্যাশী সাহেদ, রাতুল, তাসরিফ, সাইফুল সহ অনেকে।

বক্তারা, শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির ৯নং চকে সকল শূন্যপদের বিপরীতে নিয়োগ হবে উল্লেখ থাকলে বর্তমানে শূন্যপদ প্রায় ৬০ হাজার। ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো ১ শিফটে চলবে বলে আমরা বিদায়ী সচিব থেকে জানতে পারি। সেক্ষেত্রে পাঠদানের জন্য সর্বোচ্চ সংখ্যক নিয়োগের প্রয়োজন। 

এতে প্রাথমিকের পাঠদান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উপর যে গুরুত্ব দিয়েছে সেটির বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ অতীব জরুরি। এ নিয়োগ হলে প্রাথমিকে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তারা।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি