ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লা বোর্ডে পাসের হার ৯১.২৮ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ২৮ নভেম্বর ২০২২

ফলাফলের পর বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের উল্লাস

ফলাফলের পর বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের উল্লাস

Ekushey Television Ltd.

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। তবে কুমিল্লা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জামাল নাসের এ বিষয়টি  নিশ্চিত করেছেন।

এই বোর্ডে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ১২ হাজার ১২১ জন। আর ছেলে শিক্ষার্থী ৭ হাজার ৮৭৭ জন।  

বোর্ড  সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডে ছেলে শিক্ষার্থী পাস করেছেন ৮১ হাজার ৫২৮ জন। আর মেয়ে শিক্ষার্থী পাস করেছেন ১ লাখ ৮ হাজার ১৫১ জন। মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৬৭৯ জন। 

গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৮৯৭ জন।

সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি