ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

মাকে কুপিয়ে হত্যা, ছেলের আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ২৮ নভেম্বর ২০২২

লক্ষ্মীপুরের রায়পুরে নেশার টাকা না পেয়ে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি মো. জাফর রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের বাসিন্দা।

লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আসামি জাফর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে গিয়ে মাদকে অভ্যস্ত হয়ে পড়েন। এ জন্য অনেক টাকা ঋণ করতে হয় তাকে। ওই ঋণ পরিশোধ করার জন্য বিভিন্ন সময়ে জাফর তার মায়ের কাছে টাকা দাবি করে আসছিলেন। 

ঘটনার দিন ২০২০ সালের ২৮ আগস্ট সকালে ৬০ বছর বয়সী মা শেফালী বেগমের কাছে নেশার জন্য ১০ টাকা দাবি করলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাফর তার মাকে দারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। 

এ ঘটনার পর রাতেই ছেলেকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন তার বাবা হোসেন আলী। ঘটনার পরদিন আসামি জাফরকে একই এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। 

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ২৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আজ আসামির উপস্থিতিতে আমৃত্যু রায় দেন বিচারক।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি