ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ২৮ নভেম্বর ২০২২

এসএসসি পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা। এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। 

সোমবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুঞ্জুর রহমান খান জানান, এবার রাজশাহী বোর্ডে পাস করেছে ৮৫.৮৮ শতাংশ শিক্ষার্থী। পাসের হারের দিক দিয়ে গত সাত বছরের সর্বনিম্ন এটি। যা গত বছর ছিল ৯৪.৭১ শতাংশ। 

এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ২৭ হাজার ৭০৯ জন। জিপিএ-৫ প্রাপ্তের দিক দিয়ে গত সাত বছরের মধ্যে এবার সর্বোচ্চ।

তিনি আরও জানান, এবার মেয়েদের পাসের হার ৮৬.১৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ৩৭৫ ছাত্রী। আর ছেলেদের পাসের হার ৮৫.৬২ শতাংশ। ছেলেদের ১৯ হাজার ১৪২ জন জিপিএ-৫ পেয়েছে।

মুঞ্জুর রহমান খান বলেন, এবার ২ হাজার ৬৭৮ স্কুল থেকে ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। তবে এবার দুটি স্কুল থেকে কেউ পাস করেনি। 

তিনি বলেন, এবার কমেছে শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা। এবার শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা ১৪৭। যা গত বছর ছিল ৩৯৮টি। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি