ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৯, ৩০ নভেম্বর ২০২২

চুয়াডাঙ্গার জীবননগর, ঝিনাইদহ ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৯১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের কহিনুরের দোকানের সামনে আব্দুস শুকুরকে আটক করে। পরবর্তীতে আটককৃত শুকুরের পায়ের জুতার মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৯ ভরি ১৫ আনা ৫ রতি ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করে। 

যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ ৯৯ হাজার ৫ শ’ টাকা। জব্দকৃত স্বর্ণের বারসহ আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির টহল দল মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের একটি কলাবাগানে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা মাটিতে পুতে রাখা অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো ৯৪৬ ভরি ৯ আনা ৩ রতি ৮ পয়েন্ট ওজনের ৮৫টি স্বর্ণের বার উদ্ধার করে। 

যার মূল্য ৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। 

দুটি অভিযানে জব্দকৃত মোট ৯১টি স্বর্ণের বারের ওজন ১১ কেজি ৭৩৮ দশমিক ৮১ গ্রাম। যার আনুমানিক মোট মূল্য ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি