ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নেত্রকোনা উদীচী কার্যালয়ে জঙ্গি হামলার ১৭ বছর 

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯, ৮ ডিসেম্বর ২০২২

নেত্রকোনায় উদীচী কার্যালয়ে জঙ্গি হামলার ১৭ বছর আজ। বোমা হামলায় নিহত হন উদীচীর দুই সংগঠকসহ ৮ জন। আহত হন অর্ধ শতাধিক। বিচার শেষ হলেও মানবেতর জীবন কাটাচ্ছেন আহত ও নিহতদের স্বজনরা।

২০০৫ সালের ৮ ডিসেম্বর উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে নেত্রকোনা হানাদার মুক্ত দিবসের পূর্বপ্রস্তুতি সভায় আত্মঘাতি বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জায়াত-উল মুজাহেদিন বাংলাদেশ, জেএমবি।

এ ঘটনায় প্রাণ হারান সহ-সাধারণ সম্পাদক খাজা হায়দার, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলিসহ ৮ জন।

সেই দুঃসহ স্মৃতি মনে করে এখনও শিউরে ওঠেন বোমা হামলায় আহত ও প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দ, এরপরই সবাই চারদিকে ছুটে যায়। এরপর ফিরে এসে দেখি অনেক লোকজন নিহত-আহত।

উদীচী শিল্পী গোষ্ঠী সভাপতি মোস্তাফিজুর রহমান খান বলেন, “১৪-১৫ বছরের একটি ছেলে সাইকেলে করে বোমা নিয়ে আসে এবং সেটা বিস্ফোরণ ঘটায় ভিড়ের মধ্যে।।”

হামলায় জড়িত ৭ জঙ্গির ফাঁসি ও বাংলা ভাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে ১৭ বছরেও কোন সহযোগিতা পাননি নিহতদের পরিবার।

নিহতদের স্বজনরা বলেন, “প্রতিবছর ডিসেম্বর মাসে লোক আসে, লিখিত নিয়ে যায়। কিন্তু এ পর্যন্ত সাহায্য-সহযোগিতা পায়নি। ভাই ছিল আমাদের আশা-ভরসা। ভাই না থাকায় আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে।”

জঙ্গি সংগঠনের অপতৎপরতা বন্ধে কাজ করে যাচ্ছে পুলিশ।

নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহম্মদ বলেন, “এর পেছনে আশ্রয়দাতা-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে জেলা পুলিশ কাজ করে যাবে। কোনো জঙ্গির এই নেত্রকোনা জেলায় স্থান নাই।”

৮ ডিসম্বেরকে ‘ট্রাজেডি দিবস’ হিসেবে পালন করে আসছে নেত্রকোনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি