ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কলারোয়া সীমান্তে পরিত্যক্ত মর্টারসেল উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ১৫ ডিসেম্বর ২০২২

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের কাঁকডাঙ্গা সীমান্ত থেকে পরিত্যক্ত একটি মর্টার সেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। 

বুধবার বিকাল ৩ টারদিকে স্থানীয়সূত্রে সংবাদ পেয়ে কুঠিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে সাইদুজ্জামান (৩০)’র বাড়ি থেকে টহলরত বিজিবি সদস্যরা মর্টার সেলটি উদ্ধার করে। 

মর্টারসেলটির বিষয়ে বিজিবি সদস্যরা জানান, কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনের মাঠে মৃত ইব্রাহিমের ছেলে ইসমাঈলের মৎস্য ঘের থেকে কুঠিবাড়ী গ্রামের সাইদুজ্জামান তার বাড়িতে মাটি ভরাটের জন্য মাটি কিনেন। ভরাটের সময় মাটির ভিতরে মর্টার সেলটি দেখতে পেয়ে নিজের বাড়িতে রেখে দেন। 

পরে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা মর্টার সেলটি উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। 

উদ্ধারকৃত মর্টার সেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি