ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

ভারত ফেরত বাংলাদেশি যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১১, ৩০ ডিসেম্বর ২০২২

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত সাদ্দাম শেখ (১৯) নামে এক বাংলাদেশি যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় করোনা আক্রান্ত যুবককে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর বক্ষ ব্যাধি হাসপাতালে নেওয়া হয়। 

গত ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে তিনি ভারতের হায়দারাবাদ গিয়েছিলেন। তিনি খুলনার দৌলতপুর থানার মুনছুব শেখের ছেলে। 

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, শনাক্ত হওয়া করোন রোগী খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ফেরত আসা করোনা পজেটিভ যুবককে যশোর বক্ষ ব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

এদিকে যাত্রীর শরীরে করোনা পজেটিভ খবরে মুহূর্তে ইমিগ্রেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নড়েচড়ে বসেন স্বাস্থ্য কর্মীরা।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি