ঢাকা, রবিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৩

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২ জানুয়ারি ২০২৩

বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। 

সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নগরীর শিল্পকলা অডিটরিয়ামের আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর পরিচালক মোঃ শহীদুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি