ঢাকা, মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩

কালকিনিতে জেঁকে বসেছে শীত, স্থবির জনজীবন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ৩ জানুয়ারি ২০২৩

সারাদেশের মতো মাদারীপুরের কালকিনিতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কনকনে ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে উপজেলার খেটেখাওয়া মানুষের জনজীবন।

বেশি ভোগান্তি বেড়েছে উপজেলার কর্মজীবী নিম্মআয়ের সাধারণ মানুষের। অপরদিকে শীতের তীব্রতা বাড়ায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও।

পৌষের মাঝামাঝিতে ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতির সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কনকনে ঠাণ্ডায় কালকিনির জনজীবন থমকে গেছে। প্রায় দুপুর পর্যন্ত মিলছেনা সূর্যের দেখা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাও লাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

এই কনকনে ঠাণ্ডার তীব্রতা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন সাধারণ মানুষ।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীরাই চিকিৎসা নিচ্ছেন বেশি।

শীতজনিত রোগে শিশু ও বয়স্করা যাতে কম আক্রান্ত হয় সেজন্য তাদের প্রতি বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি