ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

হিযরতের নামে নিরুদ্দেশ ৫ যুবক থানচিতে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১২ জানুয়ারি ২০২৩

বান্দরবানের রোয়াংছড়ি ও থানচির দুর্গম এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বান্দরবানের জেলা পরিষদের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালীর আবদুল কুদ্দুসের ছেলে নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ (৩০), কুমিল্লার আবদুল রাজ্জাকের ছেলে সালেহ আহমেদ ওরফে সাইহা (২৭), সিলেটের সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন (৩০), কুমিল্লার শফিকুল ইসলামের ছেলে বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ ওরফে বাইরু (২১) এবং কুমিল্লার মজিবুর রহমানের ছেলে ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাল (১৭)।

নোয়াখালীর নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ, সিলেটের মো. সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন, কুমিল্লার মো. বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ ওরফে বাইরু, ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাল ও সালেহ আহমেদ ওরফে সাইহা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হিযরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া বিভিন্ন জেলার ৫০ তরুণের তথ্য পায় র‌্যাব। পরবর্তীতে অভিযান চালিয়ে বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি