ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

শিক্ষার পাশাপাশি শিক্ষকদের উন্নয়নে কাজ করছে সরকার: এমপি গোলাপ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ১৪ জানুয়ারি ২০২৩

শিক্ষকরাই পারে একটি উন্নত শিক্ষিত জাতি উপহার দিতে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার পাশাপাশি শিক্ষকদের উন্নত জীবন মানের প্রতি বিশেষ নজর দিয়েছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ। 

শুক্রবার বিকালে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসা কালকিনি ও ডাসার উপজেলার শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক-শিক্ষিকাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে।

পরে প্রশিক্ষণার্থী সকল শিক্ষক-শিক্ষিকাদের মাঝে এমপির সহধর্মিণী গুলশান আরা গোলাপের পক্ষ হতে শীতের উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি