ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জমজ টেস্টটিউব বেবির জন্ম, খুশি সন্তানহীন দম্পতি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ১৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১০:৪২, ১৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টারে এবার টেস্টটিউব বেবি জমজ ভাইবোনের জন্ম হয়েছে। দীর্ঘ ১০ বছর পর সন্তান পেয়ে মহাখুশি সন্তানহীন দম্পতি। 

শনিবার বিকালে শ্রীমঙ্গলের সূধীজন ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এই জমজ ভাইবোনের নামকরণ করেন বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. নিবাস পাল। এসময়ে সদ্য জন্ম নেয়া দুই শিশুর নামে কেক কেটে বাবা-মাকে খাওয়ানো হয়।

ডা: নিবাস পাল জানান, মফস্বল পর্যায়ে এবং সিলেট বিভাগে তিনিই প্রথম ইনফার্টিলিটি কেয়ার কাউন্সিলিং সেন্টার স্থাপন করেন। ২০২১ সালে তিনি এ কার্যক্রম শুরু করেন। এখন পর্যন্ত তার প্রতিস্থাপিত ৬টি বেবির জন্ম হয়েছে। এর মধ্যে গত ১০ জানুয়ারি কুমিল্লার মুরাদ নগরের সুশীল সরকার ও মনি সরকার দম্পতির জমজ ছেলেমেয়ের জন্ম হয়। 

তিনি জানান, এই জমজ টেস্টটিউব বেবির মা-বাবার ইচ্ছানুযায়ী তিনি দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এর সঙ্গে মিল রেখে এই দুই শিশুর নাম রাখেন দীপ্তম ও দীপশ্রী। তিনি জানান, শুধু সুশীল-মনি নয় আরও প্রায় ১৫ দম্পতি সন্তান সম্ভাবনা হয়েছেন। আশা রাখছেন তারাও বাবা-মা হবেন।

টু-ইন বেবির পিতা সুশীল সরকার জানান, তার বিয়ের প্রায় ১৪ বছর। বিয়ের পর তার এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু মেয়ের ২৩ মাস বয়সে সে পানিতে ডুবে মারা যায়। এর ১০ বছর কোন সন্তান হয়নি। এখানে এসে তিনি একই সঙ্গে ছেলেমেয়ের বাবা হলেন।

এ সময় কথা হয় হবিগঞ্জের জয়নাল আবেদীনের। তিনি জানান, ১৬ বছর আগে বিয়ে করেন। একটি সন্তানের জন্য দেশ-বিদেশের বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন। ঢাকা এবং ভারতে গিয়ে প্রচুর টাকা খরচ করেছেন। শ্রীমঙ্গলে দীপ শিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টার স্থাপনের পর তিনি এখানে চিকিৎসা নিতে আসেন এবং খরচ সাধ্যের মধ্যে হওয়ায় চিকিৎসা শুরু করেন। এখন তার স্ত্রী সন্তানসম্ভাবা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি