ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা ২ নারী

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ১৯ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৬:২৩, ১৯ জানুয়ারি ২০২৩

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই নারী রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে পাসপোর্ট কার্যালয়ের কর্তৃপক্ষ। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম কার্যালয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি-১’র ডি ব্লকের সৈয়দ আহম্মদের মেয়ে খুরশিদা আক্তার (১৯)। অপরজন ২৭নং ক্যাম্পের ব্লক-৯’র তৈয়ব আলীর মেয়ে হাসিনা আক্তার বেবি (১৮)।

এই বিষয়ে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক কবির হোসেন বলেন, হাসিনা আকতার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী গ্রামের পিতা-আজিজুল হক, মাতা- নুরনেসা বেগম এবং আদিজা আক্তার ওরফে খুরশিদা চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চর গ্রামের ফয়জার শেখ, মাতা-রাবেয়া খাতুন নামে জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসেন। 

এসময় তাদের সঙ্গে কথাবার্তা বলে মনে হয় তারা রোহিঙ্গা। পরে তাদেরকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। সৌদি আরবে যাবার উদ্দেশ্যে তারা অবৈধভাবে জন্ম নিবন্ধন করে পাসপোর্টের জন্য আবেদন করেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি