ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

পেঁয়াজ বীজ কিনে প্রতারণার শিকার কৃষক

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ২২ জানুয়ারি ২০২৩

ফরিদপুরে পেঁয়াজ বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন কৃষকরা। এ নিয়ে কৃষক ও বীজ ব্যবসায়ীদের সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে ফরিদপুরের অম্বিকাপুর রেলস্টেশন বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইসাহাক মোল্যার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন আব্দুল জলিল, রফিকুল ইসলাম, বাদশা শেখ, স্বপন কুমার সাহা, আবু বক্কর মিয়া প্রমুখ। 

সভায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করে বলেন, একশ্রেণীর প্রতারক ব্যবসায়ী নিন্মমানের ভারতীয় পেঁয়াজ বীজ এনে তা বিক্রি করছেন। এসব বীজ কিনে কৃষক প্রতারিত হয়েছেন। নিন্মমানের এ বীজ মাঠে রোপণ করার পর তা থেকে কোন চারা গজায়নি। 

ফলে বৃহত্তর ফরিদপুর জেলাসহ ঝিনাইদহ, মাগুড়া, রাজবাড়ী জেলার কয়েক হাজার পেঁয়াজ চাষী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

প্রতারণার সঙ্গে জড়িত বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। 

সভায় বৃহত্তর ফরিদপুর জেলাসহ অন্যান্য জেলার পেঁয়াজ চাষীরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি