ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নরসিংদীর বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ২৩ জানুয়ারি ২০২৩

নরসিংদী সদরের ভেলানগর বাজারে মুদি, জুতা ও কাপড়পট্টিতে আগুন লেগে পুড়ে গেছে মোট ৭টি দোকান। এতে ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

স্থানীয়রা জানান, সোমবার ভোর চারটার দিকে বাজারের একটি মুদি দোকানে আগুন দেখতে পায় বাজারে থাকা লোকজন। মুহূর্তেই সেই আগুন পাশের একটি কাপড়ের দোকানে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে কাপড়পট্টি ও জুতা পট্টিতেও ছড়িয়ে পড়ে। 

ভোর সাড়ে চারটার দিকে নরসিংদী সদরের ২টি ও শিবপুর ফায়ার সার্ভিসের ১টি সহ মোট ৩টি ইউনিট কাজ শুরু করলে ১ ঘন্টার মাথায় ভোর পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

৭টি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান। তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত এখনই তা বলা যাচ্ছেনা। তবে কোটি টাকার অধিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি