ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৬, ২৯ জানুয়ারি ২০২৩

নেত্রকোনার শহরের রাজুরবাজার এলাকায় গলাকাটা অবস্থায় শাফায়ত হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে ময়লাকান্দা নামক স্থানে একটি  মিলের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক পৗর শহরের বালুয়াখালী গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার ভোরে স্থানীয়রা ময়লাকান্দা এলাকায় একটি মিলের পাশে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপতালের মর্গে প্রেরণ করে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি