ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

‘বিএনপি-জামাত ক্ষমতায় এলে একশ’ বছর পিছিয়ে যাবে দেশ’

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৩, ২৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই, কারণ বিএনপি-জামাত ক্ষমতায় এলে দেশ একশ’ বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ। 

শনিবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম বাজারে চা চক্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে বড় বড় মেগা প্রজেক্টের পাশাপাশি গ্রামাঞ্চলের রাস্তাঘাট, ব্রীজ কালভার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ সম্ভব হয়েছে।

দেশের এ উন্নয়ন দেখে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল প্রধানমন্ত্রীসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে। সকলকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে বলেও জানান তিনি।

এছাড়াও দেশের এই উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ারও আহ্বান জানান এমপি গোলাপ। 

চা চক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি