ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া আদালতের সেই নাজিরকে বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৩

প্রশাসনিক কারণ দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. মোমিনুল ইসলাম চৌধুরীকে চাঁদপুর জেলা জজ আদালতে বদলি করা হয়েছে। 

বুধবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আন্ত:জেলা বদলি সংক্রান্ত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে তাকে পারস্পরিক বদলির (মিউচ্যুয়াল ট্রান্সফার) কথা উল্লেখ করা হয়। 

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. ছানাউল্যা তালুকদারকে তার পদে স্থলাভিষিক্ত করার কথা নোটিশে উল্লেখ রয়েছে। 

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা জেলা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাজতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফারুক এবং ‘দুর্নীতিগ্রস্ত’ নাজির মো. মোমিনুল ইসলাম চৌধুরীর অপসারণ দাবি করে আসছিলেন। 

নাজিরকে বদলি করার মাধ্যমে তাদের দাবির আংশিক মানা হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা।

গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা নতুন করে আগামি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেন। গতকাল বুধবার থেকে তাদের নতুন করে আদালত বর্জন কর্মসূচি শুরু হয়। 

এর আগে, গত ৫ জানুয়ারি থেকে আইনজীবীরা দুই বিচারকসহ দুর্নীতিবাজ নাজিরের অপসারণ দাবিতে টানা আদালত বর্জন করে আসছিলেন।

এদিকে বিচারকের সঙ্গে অশালীন আচরণ ও বিচারকের বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঁইয়াসহ ২৪ জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে উচ্চ আদালতে রুল জারি করা হয়। এটি এখনও বিচারাধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি