ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

শেখ হাসিনা সরকার দেশকে সম্মানের স্থানে পৌঁছে দিয়েছে: এমপি গোলাপ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত সহ তাদের দোসররা আওয়ামী লীগ সরকার বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তাদের এসব ষড়যন্ত্র কোনটাই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ। 

শুক্রবার বিকালে মাদারীপুরের কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের খেয়াঘাট পরিদর্শন শেষে এক চা-চক্র অনুষ্ঠানে যোগদান করে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মহামারির মাঝেও পদ্মাসেতুসহ বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়নের ফলে দেশকে বিশ্বের কাছে একটি সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছেন। তাই আওয়ামী লীগ সরকারের উপর এদেশের জনগণের আস্থা রয়েছে।

ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এদেশের মানুষ আবারও নৌকায় ভোটদানের মাধ্যমে আওয়ামী লীগকে জয়ী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড.আবদুস সোবহান গোলাপ।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এসএম হানিফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি