ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

শ্রীমঙ্গলে বিটিআরআই’র বার্ষিক টি-কোর্স উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩

দেশের চায়ের উৎপাদন বৃদ্ধি ও গুণগতমান বজায় রাখতে চা-চাষিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদ এবং হাতে কলমে প্রশিক্ষনের জন্য উদ্বোধন করা হয়েছে ৫৭তম বিটিআরআই বার্ষিক টি-কোর্স। 

শনিবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটে এ কোর্সের উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক ড. রফিকুল হক, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান মো. শাহ আলম, চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান জিএম শিবলী ও জেরিন চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা চৌধুরী ।

৬ দিনব্যাপী কোর্সে বিভিন্ন চা বাগানের ৪০ জন সহকারী ব্যবস্থাপক অংশ নেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি