ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

ইয়াবা পাচার মামলায় ৭ রোহিঙ্গাকে যাবজ্জীবন 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৩

দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাচার মামলায় ৭ মিয়ানমারের নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। 

রোববার দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ কারাদণ্ডাদেশের রায় প্রদান করেন। আদালত রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেন। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানিয়েছেন গত ২০২০ সালের ২ ডিসেম্বর টেকনাফের নাফ নদীর মোহনা থেকে কোস্ট গার্ডের একটি টহল টিম ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ ৭ মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করে। এসব ইয়াবা মিয়ানমার থেকে সাগর পথে ট্রলারে করে বাংলাদেশে পাচার করছিল। পরে কোস্ট গার্ড টেকনাফ থানায় তাদের সোপর্দ করে একটি মামলা দায়ের করে। ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে টেকনাফ থানা পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত রোববার এ রায় প্রদান করেন। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি