ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে বাংলাদেশে তরুণী

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৮:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাইসাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী ছাবিতা মাহাত। 

আজ শনিবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে সাইকেল চালিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই তরুণী। 

পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

ছাবিতা মাহাত জানান, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছেন তিনি। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। 

তিনি আরও জানান, বাংলাদেশ-ভারত দুই বন্ধু প্রতিম দেশ। একারণেই দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সফরে এসেছি। শান্তির বার্তা পৌছে দিতে এসেছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি