ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চীনা প্রকৌশলী নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৩

মাদারীপুর র‌্যাব ও শিবচর হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে সড়ক দুর্ঘটনায় চীনা প্রকৌশলীর নিহতের ঘটনায় ড্রাম ট্রাকের চালক মো. সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় তাকে শিবচরের গোলাপ শিকদারের কান্দি থেকে গ্রেফতার করে র‌্যাব ও হাইওয়ে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চায়না রেলওয়ে কর্পরেশনের সিআরইসি’র নিজস্ব পিকআপে ৪ সহযোগীদের নিয়ে ভাঙ্গা প্রজেক্ট হতে পদ্মা সেতুর দিকে যাচ্ছিলেন পদ্মা রেলওয়ে প্রকল্পের চীনা সার্ভে ইঞ্জিনিয়ার ছ্যাং বিন (৩১)। পথিমধ্যে শিবচরের দৌলতপুর বাচামারা ব্রীজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক উক্ত পিকআপটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

এঘটনায় চাইনিজ ইঞ্জিনিয়ারসহ ২ জন আহত হন। 

স্থানীয় লোকজনের সহায়তায় চীনা প্রকৌশলী ছ্যাং বিনসহ অপর আহত সার্ভে ইঞ্জিনিয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ছ্যাং-এর মৃত্যু হয়। 

ওইদিন বিকেলেই ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও ড্রাইভার পলাতক ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি