ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো হার্ট ক্যাম্প

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় হার্ট ক্যাম্প। এ ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটরিয়ামে শুক্রবার শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সার্বিক পরিচালনায় এ হার্ট ক্যাম্পের প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কার্ডিয়াক স্পেশালিস্ট ডা. ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: মোহাম্মদ আলী ভূইয়া জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায় ও স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত পরিচালক ডা: দিনেশ সুত্রধর, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী, ডা: মামুন আহমেদ ও চিকিৎসা সহকারী সুমন দেবনাথ।
অপসোনিন ফার্মার সহযোগিতায় দিনব্যাপী এ হার্ট ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে ইসিজি, ডায়বেটিস পরীক্ষা ও হৃদরোগ বিশেষজ্ঞদারা ব্যবস্থাপত্র দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রাক্তন নেতা আনোয়ারুল হক ভূইয়া বাবলু, বাংলাদেশ পাওয়ার ডেভলাপমেন্ট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল ওহাব খান, বিশিষ্ট ব্যবসায়ী এ টি এম ফজলুল হক ভূইয়া, জার্মান প্রবাসী এটিএম আজিজুল হক ভূইয়া, অপসোনিনের এরিয়া ম্যানেজার মোহনজী বানিয়া, শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সদস্য শেখ আজিজুর রহমান দুলাল, জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য্য, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী প্রমুখ। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি