ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় হতে যাচ্ছে সর্ববৃহৎ জয় বাংলা কনসার্ট

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৬, ২ মার্চ ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের সর্ববৃহৎ ওপেন কনসার্ট ‘জয় বাংলা কনসার্ট’ আগামী ৬ মার্চ নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে হতে যাচ্ছে। ৭ মার্চ জয় বাংলা কনসার্টের দিন হলেও শবে বরাতের কারণে আগের দিন অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এবং রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের যৌথ আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

এতে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদল মাইলস, মাকসুদ, ওয়ারফেজ, চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান এবং চট্টগ্রামের অপু। 

উপস্থাপনা করবেন নন্দিত উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বেলা ২টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি রাত ৯টা পর্যন্ত চলবে। গেট ওপেন হবে দুপুর ১২টায়। ব্রাহ্মণবাড়িয়ায় অতীতে অনেক বড় কনসার্ট হলেও একসঙ্গে এতো সুপারস্টার জনপ্রিয় আর্টিস্ট ও দর্শকের মেলবন্ধন এই প্রথম।

অনুষ্ঠানটির অন্যতম আয়োজন সহযোগী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, নারীর টানেই বড় বড় আয়োজনগুলো ব্রাহ্মণবাড়িয়ায় করা। কিছুদিন আগেও আমরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক অনুষ্ঠানটি করেছি। যে অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় নয়জন গুণী ব্যক্তিবর্গ এসেছিলেন সম্মাননা পদক গ্রহণ করতে। এভাবেই ব্রাহ্মণবাড়িয়াকে সংস্কৃতির রাজধানী হিসেবে পুননির্মাণ করতে চাই আমরা।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে আবারও তুলে ধরতে চাই। এই অঞ্চলের তরুণ-যুবকদের জন্যই এত বড় আয়োজন। আশা করা যাচ্ছে, বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে দিবা-রাত্রি এই কনসার্টটি সফল হবে এবং বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মাণে তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি