ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ৩ মার্চ ২০২৩

ময়মনসিংহের ভালুকার ভরাডোবায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ভালুকা ভরাডোবা শিল্প পুলিশ লাইন সংলগ্ন দুই ট্রাকের সংঘর্ষে হৃদয় বিদারক এই ঘটনা ঘটে।

নিহতরা দুই জনের মধ্যে মাওলানা আব্দুস সাত্তার (২৬) ফুলপুুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে এবং মাওলানা সাজ্জাদ হোসেন (২৮) মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের মৃত আলাল উদ্দিন এর ছেলে বলে জানা যায়।

ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা থেকে ময়মনসিংহে আসার পথে মাল বোঝাই একটি মিনি ট্রাক ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে অপর একটি চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা দিলে সামনের অংশ ধুমরে মুছড়ে যায়, এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ ২টি উদ্ধার করেন। ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির পুলিশ রিয়াদ মাহমুদ এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি