ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

শতাধিক ইউপি-পৌরসভা-উপজেলায় চলছে ভোটগ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ১৬ মার্চ ২০২৩ | আপডেট: ১০:২৯, ১৬ মার্চ ২০২৩

গাজীপুরের একটি ভোট কেন্দ্রে নারী ভোটারদের লাইন

গাজীপুরের একটি ভোট কেন্দ্রে নারী ভোটারদের লাইন

স্থানীয় পর্যায়ে একযোগে শতাধিক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

জানা যায়, ৪৬ ইউনিয়ন পরিষদে সাধারণ, ৭০ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

এছাড়াও তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ ও দুইটিতে উপ-নির্বাচন হচ্ছে। 

এসব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, সব ধরনের যন্ত্রচালিত যান চলাচল বন্ধ আছে। তবে ইসির অনুমোদিত যানবাহন ও জরুরি যান চলাচল করছে। 

সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি